তোমার তরনী চলে মোর হতে দূরে
আমি একা ভেসে যাই জলধির বুকে !
অহর্নিশি কর খেলা হৃদয়ের ঘরে,
আঁধারের অবয়ব দাও তুমি এঁকে ।
বিহায়সে বিহারিছ মুক্ত পাখি হয়ে,
অসহায় হয়ে চেয়ে থাকি প্রতিক্ষণে ।
হৃদয়ের তটভূমি যায় ক্ষয়ে ক্ষয়ে,
তবু কর চলাচল ভগ্ন এই মনে !


স্মৃতিগুলো রক্তে বয় প্রতিটি শিরায়,
তোমারে যে ভেবে আমি নিশ্চুপ নিথর ।
চিরতরে প্রিয়া তুমি নিলে কী বিদায় ?
ভেঙে দিলে নিগূঢ়েতে কল্প সুখী ঘর !
জানি প্রিয়া বহুদূর ভেসে চলে গেছ
স্মৃতি হয়ে হৃদয়েতে বেঁচে তুমি আছ ।


রচনা : ০৫/০৮/২০১৩