কাল রাতে একটা মোমের
বাতি জ্বালিয়েছিলাম,
কাল রাতে হৃদয়েতে আমি
ক্রশ যে টেনেছিলাম ।
কাল রাতে আমি হাঁটু গেড়ে
প্রার্থনা করেছিলাম,
পর দেশের প্রিয়ারে আমি
ভালো যে বেসেছিলাম ।


আমি যে নত হয়েছিলাম ।


চারিদিক ছিল নিঝঝুম
সেই কালো রাত জেগেছিল,
খেলছিল রাশি রাশি ঘুম
দুর দেশী প্রিয়া এসেছিল ।


তারে যে বুকে টেনেছিলাম !


ধরেছিলাম যে তার হাত
হৃদয়টা কিছু পেয়েছিল,
জেগে জেগে মন সেই রাত
তার ধর্মের রং মেখেছিল !


মোমের বাতি জ্বেলেছিলাম ।


কাল রাতে আমি হিন্দু ছেলে
ক্রশ যে টেনেছিলাম,
জিশাসের কাছে নত হয়ে
প্রার্থনা করেছিলাম ।
কাল রাতে একটা মোমের
বাতি জ্বালিয়েছিলাম,
দুর দেশের প্রিয়ারে আমি
ভালো যে বেসেছিলাম ।


মোমের বাতি জ্বেলেছিলাম ।


রচনা : ০৮/০৮/২০১৩