বৃন্দাবনের কৃষ্ণ এসে যে
দিয়ে গেল হাতে
পবিত্র শ্রীমদ্ভগবত গীতা,
বলে গেল - গাঁথ হৃদয়েতে
এটাই যে তোর
নশ্বর জীবন মাতা পিতা ।


আল্লাহ এসে দিয়ে গেল যে
উজ্জ্বল সাক্ষরে
পবিত্র স্বর্গসম কোরান,
বলে গেল - গাঁথ হৃদয়েতে
এটাই যে তোর
এই চলার পথের গান ।


যিশু খ্রীষ্ট দিয়ে গেল তাঁর
জীবনের গাথা
পবিত্র সজ্জ্বল বাইবেল,
বলে গেল - গাঁথ হৃদয়েতে,
এটাই যে তোর
শিক্ষা-জ্ঞান বাড়াবে অঢেল ।


পাশাপাশি রেখে আমি তিন
খানি এই গাথা
বসে আছি সন্মুখে নিথর,
দুটি চোখ বুজে আমি গেছি
গভীর স্বপনে -
কারে গাঁথি কারে করি পর !


অবশেষে মিশিয়ে দিলাম
হল সে যে এক
রাসায়নিক পরিবর্তন,
সব ধর্ম সব রঙে আমি
শুধু যে মানুষ
বেঁচে থাক পবিত্র এ মন ।


কবির জাত ধর্ম হয় না
বুঝেছি যে আমি
তাই আজ জাতধর্মহীন,
ওহে বন্ধু কবি যদি ভাবো
তুমি ধর্ম গড়া
হতে পারে কবিত্ব মলিন !


রচনা : ০৮/০৮/২০১৩