নষ্ট হলো ছোট্ট সে নীড়
নিগূঢ় আলাপনে,
ভাঙলো কখন বললো না তো
আমার কানে কানে।

সেই নীড়েতে কান্না হাসির
নিত্য ছিল খেলা,
সে যে আমার স্বপন ভরা
ছোট্ট ছেলেবেলা।


মায়ের কোলে মাথা রেখে
গল্প শোনার রাতে
আদর করে স্পর্শ দিত
স্নেহের কোমল হাতে।


তার সাথে যে ঘুমপাড়ানি
গানের চেনা সুরে
ঘুমের দেশে ছুট্টে যেতাম
মাঠ পেরিয়ে দূরে।


লালপরী আর নীলপরীদের
সঙ্গে দেখা হত,
অবুঝ মনে রূপকথারা
উঠত গড়ে যত।


স্নেহের আঁচল অনেক দূরে
স্মৃতি হয়ে ভাসে,
মনের মাঝে স্বপন আঁকে
কাজের অবকাশে।

হাজার স্মৃতি যন্ত্রণা দেয়
বৃষ্টি হয়ে ঝরে,
আঁধার হয়ে যায় যে বয়ে
শূন্য খেলাঘরে।


ধূলোমাখা ছোট্ট জীবন
সেই যে পুতুল খেলা,
হারিয়েছে পথের বাঁকে
আমার ছেলেবেলা।


রচনা ১০/০৮/২০১৩