কতযুগ তুমি কৃষ্ণচূড়া
আছো যে দাঁড়িয়ে,
কতদিন ধরে আমার এ
হৃদয় জুড়িয়ে
ধূলিপথের ওই ধারেতে,
এতদিন যে আমি তোমার
স্বরূপ কুড়িয়ে,
কাঁটাতারহীন ভাবনের
আকাশ ভরিয়ে
তোমারও রঙীন সাজেতে ।


কত কাব্য কত গাথা কত
সুরে আছো তুমি,
ছুঁয়ে আছো সব অহর্নিশি
এ মনের ভূমি,
ছুঁয়ে যাও সব বর্ণমালা,
খেলাঘরে আজও আছ যে  
অনেকটা দামী,
সারারাত ভর জাগি শুধু
তুমি আর আমি,
খেলি মোরা লুকোচুরি খেলা ।


রঙীন সেই সাজ তোমার
যায় মনে পড়ে,
তুমি কোথায় হারালে রূপ
কোন বহুদূরে ?
আর ফুল ঝরে না কো তলে !
ধীরে ধীরে যাও ক্ষয়ে ধীরে
যাও তুমি সরে,
রয়ে যাবে আজীবন এই
কাব্য খেলাঘরে,
এই ছোট্ট হৃদয়ের কোলে ।


এখন তুমি বৃদ্ধা অনেক
শুষ্ক পাতা ঝরা,
তোমার এই পৃথিবী জুড়ে
এখন যে খরা !
ওগো তুমি যাচ্ছ চলে দূরে,
এই নশ্বর তোমার দেহ
গ্রাসিছে যে জরা ,
অন্ধকার ভরছে তোমার
নিশ্চুপ এ ধরা,
ভাসে গান বিদায়ের সুরে ।


রচনা : ০৯/০৮/২০১৩