সুদৃঢ় আর কোমল শিলা
পাশাপাশি ভাই,
যতদিন না পৃথিবী তাদের
অন্তটুকু পায়।
বৃষ্টি ঝড়ে ধীরে ধীরে
কোমল শিলার ক্ষয়,
দৃঢ়খানি পৃথ্বি পরে
দীর্ঘস্থায়ী হয় ।
কোমল শিলা খানি নষ্ট
গ্রাসে সুখের মান,
যন্ত্রণার যে অট্টহাস্য
সুখ যে উড়ি ধান !


রচনা : ১২/০৩/২০০৮ ।