অগনিত প্রান নিথর নিশ্চল ছিল
রাস্তায় রাস্তায়,
ছিল শৃঙ্খল বিচ্ছিন্নের সে অভিসার !
দেশপ্রেমের সংবিধানের হৃদয়ে
বীরবেগে বয়েছিল রক্তের জোয়ার ।
জোয়ার বেয়ে অনুকূলে এসেছিল
সেই ইপ্সিত তরনী
- এই স্বাধীনতা ।
সিক্ততার আলিঙ্গনে হৃদয়ের মাটিতে
বয় আজ কাব্যিকতা,
সেই গাথা
সেই অবিভক্ত হিন্দুস্থানের কথা .......


রচনা : ১৫/০৮/২০০৮