পৃথিবীটা গোল বন্ধু ।


যে পথে যে ভাবেই তরী বাও
তুমি শাদ্বলে বন্ধুরে চলে যাও,
যে সুরেতে যে তালেই গীত গাও
আলো কী আঁধারে জীবন ভাসাও-


অবশেষে চারিধারে ঘুরে ফিরে
আসবে সেই প্রথম পদক্ষেপে
মূল্যহীন অনীহার বুকে চেপে !
উজ্জ্বল স্মৃতিগুলোর বীজ বপে
নিয়তির হাতে জীবনটা সঁপে -
মাটির ভিতর কিংবা চিতার উপর !


পৃথিবীটা গোল বন্ধু ।


রচনা : ০৯/০৬/২০০৯