কী করে তোরে বোঝাবো রে -
উদার নীল বিহায়সে বিহগ শুধু তুইই !
তোর কূজনেই বসন্তের সিক্ততা,
তোর কূজনেই ঘর্মাক্ত দেহে
একটু দখিনা বাতাসের অনুভব ।
কখনো বা রিক্ততার ক্রীড়ায়
ক্রীড়ারত তুই - স্বপ্ন হারিয়ে বাস্তব !
তোর কূজনেই তন্দ্রার বিনিদ্রতা,
তোর কূজনেই বিচ্ছিন্নতা ।
দূর থেকে বহুদূরে উড়ে যাওয়া
তুই আমার অবিনশ্বর কাব্যিকতা ।
তোর সডানই স্খলায় সাঁজাল,
গভীর থেকে আরও গভীরে.....
তৈরী করে আঁধারের জাল !
তোর সডানেই দিবার আলোক.....
তুই যে অহর্নিশি রক্তমাংসের খাঁচায়
নিথর বর্ণমালার নির্মোক ।
কী করে তোরে বোঝাবো রে -
উদার নীল বিহায়সে বিহগ শুধু তুইই !


রচনা : ২৩/০৬/২০০৭


http://on.fb.me/16xVLgo