সারারাত ভেবেছিলাম প্রভাতে
সূর্য উঠলেই লাগাব এক ছুট
দুরের মাঠের পানে ।
তুলে আনব দুর্বার ঘাস ।
আর যাওয়া হল না !
উদিল না সূর্য !
আঁধারের নৃত্য চতুর্দিক ।
দুর্বাগুলো কোথায় হারিয়ে গেছে !
মনে তন্দ্রার ঘোর নিয়ে
স্বপনের জলধিতে
এক বিশাল লহরীর হৃদয়ে
আমি ভেসে গেলাম......
তবু চারিদিক আঁধারে
দুর্বাগুলো পেলাম না ।


রচনা : ২৩/০৯/২০০৮