(রঞ্জিতা - ১)


রঞ্জিতা, তুমি এসেছিলে সেইদিন
যেদিন নিরালা প্রান্তরে
জোছনার স্রোতে ভাসিয়েছিলাম
নশ্বর অবয়বখানি ।
তুমি এসেছিলে সেইদিন, যেদিন
সদয়তার ভালোবাসায় হয়েছিল
নিষ্ঠুরতার মানহানি ।
তুমি যেন প্রগৌতিহাসিক যুগ থেকে
হেঁটে আসা এক জীব,
যে বর্তমানে এসে ক্রীড়ারত হল
এক নশ্বরতার পাশে !
তুমি হয়তো আবারো ছুটে যাবে
এক দিনের শেষে,
যখন ইতিকার পরশ পাতায় পাতায়,
ঘাসে ঘাসে.......
ধূলায় লুটাবে এই প্রাণের শেষ চিহ্নটুকু !
তুমি ছুটে যাবে দূরে বহুদূরে,
অনন্ত পথ ধরে
কুয়াশায় ঢাকা আগামীর
কয়েক যুগ ধরে ।
যখন আবারো ফিরে আসব
তখনও তুমি ছুটবে,  
হয়তো ভুলে যাবে আমাকে !
মনে থাকবে না তোমার -
রঞ্জিতা, তুমি এসেছিলে সেইদিন........


রচনা : ২০/০৮/২০১৩