রঞ্জিতা, ইতিকা বেলার রোদ
পড়েছে তোমার আঁচলে ।
কুড়িয়ে নিয়ে রেখে দিও
অতৃপ্ত প্রেমের গ্লানি মেটাতে !
সদ্যেজাত ঘাসফুলগুলো মাড়িয়ে
মোলায়েম পথে যেতে যেতে__
কাজল চোখের চাউনিতে
কিছু স্বপ্ন রেখে গেলে ভগ্ন হৃদয়ে !
অতৃপ্ত কামনার নিউক্লিয়াস ভেঙে
অণু-পরমাণু ছড়িয়ে দিয়েছি
পাতায় পাতায় - প্রাণময় নিরবতায় ।
রঞ্জিতা ,তুমি যদি আসো
যদি ভালোবাসো,
যদি পাড়ি দাও প্রেমময়
অভিমানী হৃদয় নিয়ে, আলিঙ্গনে ,
তবে আবার গড়ব এক নিউক্লিয়াস,
আশা-আকাঙ্খার অণু-পরমাণু
দিয়ে ফলাব স্বপ্নের ফসল
বাস্তবতার খেলাঘরে ।
রঙ্ তুলিতে স্বপ্ন এঁকে
ছিটিয়ে দিও হৃদয় পরে ।
ইতিকা বেলার হালকা রোদে
নীড়ে ফেরা বলাকাদের মতো
তুমিও আসবে, ভালোবাসবে
ছুটে যাবে ধূলধূসরিত পথ বেয়ে ।
রঞ্জিতা, তুমি আমার ইপ্সিতা !
তুমি জেগে ওঠা এক ঘাসফুল
হৃদয় প্রান্তরে, শুধু আমার তরে ।
রঞ্জিতা, তুমি ফুটফুটে এক হিন্দু মেয়ে,
নীলের ছায়ার আলতো দূরে ।


রচনা : ২৪/০৮/২০১৩