রঞ্জিতা, মাত্র কয়েকটা দিনরাতে
আমার কাব্যিক হৃদয়টা তুমি
জয় করে নিলে !
আজ চলে যাচ্ছ অনেকদূরে
যেখানে তোমার জীবনে
বসন্তের কোকিল
ভেঙে দেবে সব অভিমান,
ফিরিয়ে দেবে সেই গান
যা তোমার কন্ঠে বাজবে আজীবন ।
আজ দুঃখের স্বরলিপিতে
বেঁধে দিয়ে গেলে এই ছোট্ট হৃদয় !
যার অধিকার
তোমার ছাড়া আর কারো নয় ।
রঞ্জিতা, আর কী কোনোদিন
ফিরে আসবে না ?
হয়তো আজ তুমি অনেক সুখী
নতুন সাথীর আলিঙ্গনে,
স্বপ্ন আমার চূর্ণ করে
অচিন কোনো অভিমানে !
রঞ্জিতা, ভালোবাসার গান তুমি
শেষ করে দিলে ?
তুমি আজ বহুদূরে
নগ্ন সুখের তরে ।
মনে রেখো --
যেদিন তোমার পাশে
থাকবে না কেউ,
পাবে না সাথীর ভালোবাসা
সেদিন ফিরে এস এই নীলের বুকে,
আজীবন দাঁড়িয়ে থাকব
রঞ্জিতা, তোমার প্রতিক্ষায়
জীবনের শ্রেষ্ঠ চাওয়ার দরজা খুলে ।


রচনা : ২৫/০৮/২০১৩