রঞ্জিতা,
শূন্যতার চাদর দিয়ে
ঢেকে দিলে এই মন,
সেই যে কখন !
যেন কতযুগ আগে !
এখনো ভাবি - তোমার বিবর্তন,
রিক্ত করেছে এ জীবন ।


রঞ্জিতা,
কাব্যিকতার সাজে তুমি
নিরব একেলা কিছু
স্বপনের সাথে,
প্রাণময় উদার নীল শূন্যতার
দু হাত তোমার হাতে ।
এই রক্ত মাংসের খাঁচায়
বন্দি এখনো তুমি,
যতদিন আমি
এই বিবর্ণ মৃত্তিকার বুকে ।
চলে যাব যেদিন
সেদিনও তুমি থাকবে
প্রাণময় প্রজ্জ্বল
সৃজনের নীল চোখে ।


রঞ্জিতা,
আঁধারের লহরী পরশ বুলায়
আমারই হৃদয়ে
তোমারই নিদানে !
যেন কতযুগ আগে
চলে গেছ তুমি চাপা অভিমানে !
একটু বন্দি করো আমায়
তোমার ললিত কন্ঠের গানে ।
একটু শান্তি দাও মুক্তির তরে !


রঞ্জিতা,
তুমি থাকবে বেঁচে
সৃজনের সুরে,
আগামীর পরে
যুগ যুগ ধরে ।


রচনা : ২৭/০৮/২০১৩