রঞ্জিতা, বলতে পার
ঘুমের ঘোরে কেন আমি
চোখের জলে খুঁজি তোমায় ?
আকাশ কেন চুম্বিছে দুর
দিগন্তের ওই সুপ্ত কোনায় ?


রঞ্জিতা, বলতে পার
দুঃখে কেন ইচ্ছে করে
মুখ লুকোতে তোমার বুকে ?
তোমায় ভেবে স্বপ্ন কেন
বাঁধি আমি কল্প সুখে ?


রঞ্জিতা, বলতে পার
জীবন কেন তোমার সাথে
থাকতে যে চায় আলিঙ্গনে ?
তোমায় ছাড়া কেন ওগো
দগ্ধ যে হই প্রতিক্ষণে ?


রঞ্জিতা, বলতে পার
ভালোবাসার অর্থ কেন
খুঁজি আমি তোমার নামে ?
জোছনা রাতে কেন তোমায়
বার্তা করি স্বপন খামে ?


রঞ্জিতা, বলতে পার
তোমায় কেন আঁকি আমি
নীল আকাশে তুলির টানে ?
রাত্রি হলেই কষ্ট কেন
আঁক তুমি আমার মনে ?


রঞ্জিতা, বলতে পার
প্রেম মানে কী কষ্ট শুধু
অনুভবের পাগলা হাওয়া ?
তাই যদি হয় ওগো প্রিয়ে
সার্থক হবে তোমায় চাওয়া !


রচনা : ২৯/০৮/২০১৩