প্রান্তর এখন অনেক তপিত
প্রসূনও ফোটেনি বাগে,
ঘাসফুলগুলো ঘুমিয়ে গেছে
যেন কতযুগ আগে !


বিবর্তনের হাত ধরে আজ
রিক্ত করেছ মন,
শূন্যতারই হৃদয়ে আমি
দগ্ধ প্রতিক্ষণ !


গাছের ছায়ায় নিদ্রা জড়াই
নিঝুম দুপুরবেলা,
বুকের খাঁচায় তোমার স্মৃতি,
আঁধার বৃষ্টি মেলা ।


আঁধার রাতের প্রহরী হয়ে
একলা জেগে থাকি,
দু'চোখ বুজে তোমার পরশ
হৃদয় ভরে মাখি ।


প্রেম মানে প্রিয়া বুঝি তোমাকেই
থাকো কেন ওগো দূরে,
আসো তুমি কাছে অন্তর মাঝে
হৃদয় ভাঙার সুরে !


আমার পরান স্বপ্নের পাখি
আমার কাব্য সারি,
তুমিই আমার উষ্ণ হৃদয়ে
ইপ্সিত এক পরী ।


রচনা : ২৯/০৮/২০১৩