প্রেমটা নষ্ট হয়ে গেলো
বিবর্ণ হলুদ এক পত্রের মতো !
উড়ান দিল,
অপসৃয় হয়ে গেলো
দিগন্তের ধূসর মেঘমালার আলিঙ্গনে ।
বৃষ্টি বাদল ছেয়ে দিল
ইপ্সিত পরিবেশটা ।
কামনার অস্থির অণু-পরমাণু
নৃত্য করে উন্মুক্ত আঙিনায় ।
সে চলে গেলো !
প্রেমটা নষ্ট হয়ে গেলো !
হৃদয় থেকে নয় ।
উড়ান দিল নবীন এক ইপ্সিত
জলধির চরম লহরীর সুখ জড়াতে !


রচনা : ৩১/০৮/২০১৩