রঞ্জিতা, এখন অনেক রাত্রি !
ঘুমিয়ে গেছ তুমি ।
তোমায় ছাড়া প্রতিটি রাত
আমি এভাবেই কাটিয়ে দেব
চোখের জলে !
তুমি সরে যাচ্ছ অনেক দূরে
যেখানে আমার অস্তিত্ব
নেই কোনোখানে !
আমি হেঁটে যাচ্ছি একাকি নিশ্চুপ ।
আঁধার এসে
আলিঙ্গন করবে আমায়,
আমি হারিয়ে যাব
চরম অন্তিম ঠিকানায়,
দিগন্তের ধূসর মেঘমালার আলাপনে ।


রচনা : ০১/০৯/২০১৩