সেই দুরন্ত মেয়েটা
স্বপ্নের ঘোরে আজও দেখি
আঁকিবুকি কাটে মনের জানালায় ।
জল মাখে দুই হাতে
আর নুপূর পায়েতে ছুটে যায়
বৃষ্টিস্নাত মাঠ পেরিয়ে
তার ইপ্সিত ঠিকানায় ।
মলিন বিবর্ণ স্মৃতিগুলো
জেগে ওঠে সজীবতার আলাপনে,
দিবারাত্রির সন্ধিক্ষণে,
যখন একফালি চাঁদ
সন্ধ্যার আকাশে
সেই অবকাশে
তার মুখখানা ভাসে
হৃদয়ের ক্যানভাসে ।
যে দিয়ে গেছে অনেকটা ব্যথা,
রাখেনি মোর কথা !
দুঃখের নির্ঝরে এক সুখের আলিঙ্গনে
দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা
-সে আমার রঞ্জিতা !


রচনা : ০২/০৯/২০১৩