যেন কতযুগ পেরিয়ে গেছে
দেখিনি তোমায়,
কত কৃষ্ণচূড়া ঝরে গেছে
পথের ধূলায় ।
ঝরে গেছি আমি তোমার হৃদয় হতে !
এই তো সেদিন
একবুক ভালোবাসা দিতে
ডেকেছিলে কাছে,
সেই ভালোবাসা আজও বাঁধা আছে
মোর নীল আঁচলের পরে !
তুমি সরে গেছ প্রিয় দূরে বহুদূরে,
ওই ধূলি পথের ধারে
আজও বসে আছি তোমার তরে !
আজ ঢেকেছে আমায়
নীরব আঁধার,
নিয়েছ কেড়ে সেই অধিকার !
কষ্ট লহরী নিয়ে গেছে
দিগন্তের ধূসর মেঘমালায়,
সব ফুল ঝরে গেছে পথের ধূলায় ।
আজও কী শুনতে পাওনা তুমি
আমার নীরব কান্না -
ব্যথায় করুণ !
ফিরে এস এই কোমল হৃদয়ে,
আজও বসে আছি, চেয়ে দেখ তুমি
প্রিয় দেবারুন ।


রচনা : ০৪/০৯/২০১৩


[[** কিছু কথা **]] ::->


আজ এই কবিতাটি আমার ভালোবাসা আমার হৃদয় - রঞ্জিতা চক্রবর্তী'র বান্ধবী মৌমিতার অনুরোধে তার প্রিয় দেবারুন কে লেখা । তার এই অনুরোধটুকু আমি রাখতে পেরে আমি আনন্দিত । ভগবানের কাছে প্রার্থনা করি মৌমিতা যেন তার প্রিয় দেবারুণ কে আবার ফিরে পায় । যেন আবার ধরা দেয় মৌমিতার প্রেমভরা বাহুডরে । জাত-পাত-ধর্ম সব প্রেমের কাছে অর্থহীন হয়ে যাক - এই আমি চাই । মৌমিতা তোমাদের প্রেম বেঁচে থাক যুগ যুগ ধরে অবিনশ্বরতার চাদর জড়িয়ে ।]]