একপশলা বৃষ্টি
ভিজিয়ে দিল আমায়
যখন পাইনি কাছে তোমায় !
হয়তো জানালার ধারে
বসেছিলে রাগে অভিমানে
কিংবা ভরেছিলে
সপ্তকের সুর সকরুন তানে ।
রঞ্জিতা, আমি একাকি
ভিজে গেলাম তোমারি নিদানে !
দুটি চোখ বুজে আজ তোমার
গানই শুনেছি সারাটি দুপুর ।
কোমল পায়ে বাজিয়ে নুপূর
হেঁটে গেছ,
যখন স্তব্ধ হৃদয়ের সব অলিগলি !
উড়িয়ে কিছু কান্নার বালি
ভাবনাগুলো ঘুমিয়ে যায়
অনেক গভীরতায় ।
জেগে উঠে তারা বলতে চায় -
'রঞ্জিতা, একটু বাস্তবের ছোঁয়ায়
দিয়ে যাও প্রাণ ।
তোমার সুঘ্রাণ করেছে পাগল ।
এতো অভিমান ! দাও প্রাণ ।'
রঞ্জিতা, আর কতদিন
তুমি রবে অবিচল ?
না কি চিরতরে আমি হব নিশ্চল !


রচনা : ০৫/০৯/২০১৩