মেঠো পথের কল্পনায়
ভাসিয়েছি তাকে
সেই মেয়েটাকে ।
দু'চোখ বুজিয়েছি সকাল ভোরে -
"গ্রামের আঁকাবাঁকা ধূলিপথ,
কলমির লতা, শিশিরের জল...."
এঁকেছি মনেতে স্বপ্ন কাজল
সেই মেয়েটার ।
আমার তেপান্তরের মাঠে
বিছিয়ে দাও তোমার আঁচল,
রুক্ষতা হারিয়ে যাক তীক্ষ্ন গভীরতায়,
সবুজের আলিঙ্গন পাতায় পাতায়.....
ফিরে যেও না রঞ্জিতা !
যেন কত যুগ ধরে জমে আছে
কত স্বপ্নীল কথা,
জমে আছে এই তেপান্তরের মাঠে
কত বাস্তব ব্যথা !
ফিরে যেও না রঞ্জিতা !
তোমার নীল পেড়ে শাড়ীর
ছোট্ট আঁচলে আমি
খুঁজে পেতে চাই আমাকে নতুন করে ।


রচনা : ০৬/০৯/২০১৩