জোনাকিগুলো আর জ্বলে না,
তারাগুলোও নেই রাতের আকাশে ।
গুমোট অন্ধকার চারিধার !
জানালায় কষ্টের ধূসর কাঁচ !
নীল আঁচল থেকে
ঝরে যাওয়া সেই স্মৃতিগুলো
যত্ন করে সাজিয়ে রাখি
হৃদয়ের আলনায় ।
ভীনদেশি এক রাজকুমার এসে
পক্ষীরাজে চড়ে নিয়ে গেল
আমার স্বপ্নের রাজকুমারীকে !
আমি সেই এক মালীর ছেলে !
আমি পরাজিত !
আমি আজ বড়ো ক্লান্ত !
আজ তারা ভরা আকাশের পানে চাই
-শূন্যস্থান খুঁজে ফেরি ।
এক নীল তারা হয়ে জ্বলব প্রতিরাতে ।
নীরব দৃষ্টিতে দেখব
তোমার মায়াবী মুখখানি
- তুমি কত সুখী ! কত সুখী !


রচনা : ০৭/০৯/২০১৩