ওগো, তুমি আঁকাবাঁকা পথে
কোথায় হারালে ?
শেষ হয়ে গেল ইতিকার বেলা,
পাখীগুলো সব নীড়ে ফিরে এল ।
দিগন্তের ধূসর মেঘমালা
তন্দ্রিত হল সাঁজালের
তীক্ষ্ন গভীরতায় !
শঙ্খধ্বনি তাড়া করল
অবিনশ্বর নীরবতাকে ।
প্রদীপের স্বল্প আলোকে মন ভাসিয়ে
তলে পড়ে থাকা নিশ্চুপ অন্ধকারে
বসে আছি তোমার অপেক্ষায় !
অক্লান্ত সময়ের বুকে চেপে
গভীর থেকে গভীরে গেল অন্ধকার ।
শূন্যে বিনিদ্র তারাগুলো
চাইছে মিটিমিটি ।
সে তখনও ফেরেনি !
দীর্ঘ প্রতীক্ষায় রাত কেটে যায়,
অগভীর হয় আঁধারের জলধি ।
তখনও বসে আছি
দু'ফোঁটা অশ্রু নিয়ে অধীর অপেক্ষায়-
ফিরে আসবে সেই মেয়েটি !
কেটে গেছে কত রাত,
কেটে গেছে কত দিন,
আজও ফেরেনি সে !


রচনা : ০৮/০৯/২০১৩