স্পর্শ করে যায় আমায়
নির্ঘুম রাতগুলো ।
দুটি চোখ চেয়ে থাকে
আলো আঁধারি ঘরের কোনে
গভীর যন্ত্রণার আলিঙ্গনে !
ঝরে যায় কাব্যিকতার ফুল,
হারিয়ে যায় তাল ছন্দ ।
জীবনের ছন্দটাও হারিয়ে যায়
তীক্ষ্ন বাস্তবতার গভীরে !
এভাবেই ধীরে ধীরে
প্রেমহীন জীবনটা প্রশস্ত বাস্তবতার
ঘেরাটোপে সংকীর্ণ এক
আলো আঁধারির গলিপথে হেঁটে যাবে
চরম ঠিকানার সন্ধানে ।
রঞ্জিতা, সেদিন চোখের জলে ডাকলেও
পাবে না আমায় !
নতুন জন্ম নিয়ে ফিরে আসব
এই পৃথিবীর বুকে
শুধু তোমার জন্য রঞ্জিতা,
শুধু তোমার জন্য ।
হয়তো সেদিন বদলে যাবে যুগ,
বদলে যাবে কাল,
বদলে যাবে সময়,
অপরিবর্তনের বুকে হেঁটে যাবে
আমার ভালোবাসা ।
আজকের মতো সেদিন হয়তো
তুমি বিচার করবে না
আমার জাত কী -
আমি ব্রাহ্মন না ক্ষত্রিয়, নাকি শূদ্র !
সেদিন দেখা হবে
তোমার সাথে রঞ্জিতা -
সেই তেপান্তরের মাঠ,
আমি এক রাজকুমার,
তুমি রাজকন্যে, পেরিয়ে যাব
পক্ষীরাজ ঘোড়ায় চড়ে অনেকটা পথ ।
শিশিরের জলে পা ধুইয়ে
বুকের মাঝে টেনে নেব তোমাকে,
তোমার মাথায় টেনে দেব
সোনালী আলোকের ঘোমটা ।
নীল আকাশ এনে দেব তোমার কোলে ।
রঞ্জিতা, সেদিন আমাকে কী
একবারও বুকে ধরে বলবে না -
ভালোবাসি নীল, তোমাকে খুব ভালোবাসি ????


Writing Date : 13/09/2013