পাখিগুলো উড়ে যায়
সুদূরের নীলিমায় ।
সন্ধ্যা হলেই নীড়ে ফেরে ।
সারারাত কাটে নির্ঘুমতার আলিঙ্গনে !
কামনার জাল বোনে হৃদয়ের নিভৃতে
- নীড়ের ভেতর ।
সেই মেয়েটারে চায়
অতৃপ্ত আকাঙ্খায়,
যার লাগি আদরে যত্নে পুষেছে
তাদের জীর্ণ অন্তর !
ধূলিমাখা পথের বাঁকে
মেয়েটাকে হারিয়েছি ।
অনেক খুঁজেছি, অনেক চেয়েছি !
প্রতিরাতে পাখিগুলো করে ডাকাডাকি ।
মেয়েটা ফেরেনি আজও !


রচনা : ১৪/০৯/২০১৩