(এই কবিতাটি 'রিতু মুখার্জী'-র অনুরোধে লিখলাম এবং কবিতাটি তাকেই উৎসর্গ করলাম ।
ভগবানের কাছে প্রার্থনা করি রিতু যেন তার প্রেমিক দিব্য কে ফিরে পায় । আজ রিতুর হয়েই আমি দিব্যকে কাব্যিক বার্তা দিলাম ।)


অবহেলায় সরিয়ে রেখেছিলাম
তোমায় রাত্রিদিন,
কষ্ট দিয়েছি সীমাহীন !
সেই তোমার যন্ত্রণার আবরণ
আজ ঢেকেছে আমার হৃদয়,
হারিয়েছি সংশয় ।
ক্ষমা করে দাও প্রিয় ।
ভুলের বিষাক্ত দংশনে
আমি হয়ে গেছি নীল,
প্রিয়, তুমি স্বপ্ন শঙ্খচিল__
আমার অবাধ আকাশে ।
আজও কান পেতে শুনি
তোমার গুঞ্জন দখিনা বাতাসে ।
যতনে কুড়িয়ে রেখেছি
ধূলোয় জড়ানো স্মৃতিমালা !
করো না গো প্রিয় অবহেলা,
বৃষ্টি ঝরিয়ে স্বপ্ন কুড়িয়ে
কেটে গেছে মোর কত বেলা ।
দিব্য, ক্ষমা করে দাও মোরে ।
আজ তুমি জীবনের চাওয়া,
স্বপ্ন তোমাকে পাওয়া,
কষ্টের নদী জোয়ারেতে ভাসে
নীরবে উজান বাওয়া ।
প্রিয়, তুমি কী ভুলে গেছ
আমি তোমার রিতু ?
কতরাত জেগে প্রহরে প্রহরে
গড়েছি কষ্টের সেতু !
ভেঙে দাও তুমি, ফিরে এস এই বুকে
প্রেমের বাঁশরী সুরে,
দিব্য, ক্ষমা করে দাও মোরে ।


রচনা : ১৫/০৯/২০১৩