ভেঙে যায় মন জোছনার রাতে
ভেঙে যায় প্রেম নিঠুর প্রভাতে,
ধীরে ধীরে সব ভাঙে হৃদয়ের আশা !
কেটে যায় রাত ঘুম নেই চোখে
তুমি আছ প্রিয়া অবারিত সুখে,
কাঁদায় গো মোরে নিষ্ঠুর ভালোবাসা ।


কান পেতে শুনি ভালোবাসা গান
চোখে কত জল কত অভিমান,
কেউ যেন এল তুলে নুপূরের সুর !
চেয়ে দেখি আমি কেউ নেই পাশে
সুদূর আকাশে তারাগুলো হাসে,
ভেসে যায় মন দূর থেকে বহুদূর ।


কাটে কত রাত নামে না তো ঘুম
নীরব প্রহর সব নিঝঝুম !
কষ্ট জোয়ারে ভেঙে ভেঙে যায় মন ।
তারকা সাজায়ে কত মালা গাঁথি
যেও না গো ছেড়ে ওগো প্রাণসাথী,
কষ্ট কেন গো দাও শুধু প্রতিক্ষণ ?


জোনাকিরা সব দিয়ে যায় আলো
কবিতার খাতা সব এলোমেলো,
বারে বারে ডাকি তোমার নামটি ধরে ।
শুনতে কী পাও ওগো প্রিয়তমা
যদি থাকে ভুল করে দিও ক্ষমা !
আছ তুমি এই নষ্ট হৃদয় জুড়ে ।


রচনা : ১৬/০৯/২০১৩  


http://tinyurl.com/qf2df4d