বুকের খাঁচায় স্বপ্নপাখি
বাস্তব হয়ে দূর,
তার বুকেতেই হেঁটে যে যায়
অলীক গানের সুর ।


বর্ণচোরা স্বপ্নগুলো
জলতরঙ্গে বয়,
অনিত্য সুর বুকে ধরে
কাগজ তরী হয় ।


চৈতালি সব উঠোন জুড়ে
হারিয়ে যায় দুখ,
দমকা হাওয়া উড়িয়ে দেয়,
নষ্ট করে সুখ !


মাটির সাথে অনিত্য সব
হয় যে একাকার,
আকাশচুম্বী আশার আলো
রয় চিরকুমার !


রচনা : ১৭/০৯/২০১৩ ।