অনেক বছর কেটে গেছে
দুখের শাখে শাখে,
স্বপ্নগুলো হারিয়ে যায়
ধূলিপথের বাঁকে ।


চলার পথের সাথী ওগো
তোমার নিষ্ঠুরতা_
ছিঁড়েছে আজ সংসারেতে
সুখের নক্সীকাঁথা !


পিতার স্নেহ, মা'র মমতা
আজ সে অনেক দূরে,
ঘুমিয়েছে দিনের শেষে
ঘুমের কাঁথা মুড়ে ।


হৃদয় আমার ঢুকরে কাঁদে
সন্তান হারা শোকে,
জোছনা রাতে খুঁজে বেড়াই
প্রাণের খোকাটাকে ।


জীবনসাথী ওগো আমার
তোমার এ কী খেলা !
শান্তি বাসর ভেঙেছ আজ
নামাও আঁধার বেলা ।


ফিরিয়ে দাও সেই রোদসী
দাও না সুখের আলো,
পথের শেষে করবে হিসেব
মন কী তোমার পেল ।


ঝরবে তোমার চোখেরই জল
ভেবে অতীতটাকে,
কোনো উপায় থাকবে না গো
তোমার হৃদয় শাখে !


পথের শেষে যেদিন আমায়
মরণ গিলে খাবে,
একলা সেদিন বুঝবে তুমি
কী সুখ আছে ভবে !


অনিত্য সুখ জীবন মাঝে
হয় কাগজের তরী,
গভীর রাতে চোখের জলে
বাউল হয়ে ঝরি ।


যে প্রেম জানে খেলতে ভবে
পিতা মাতার দুখে,
জন্মদাতৃ, তাঁদের ছেড়ে
চাই না সে প্রেম সুখে ।


অনেক বছর পেরিয়ে গেছে
আঁধার ভরা পথে,
নিরব হয়ে আজও কাঁদি
একলা যেতে যেতে !


আজ খোকা নাই রাত কেটে যায়
নিরব প্রহর বুকে,
হৃদয় আমার তারার ভিড়ে
দুখের ছবি আঁকে ।


**(আমি আজ এই কবিতাটি আমদেরই একজন ফেইসবুক বন্ধু "আবইম কবিতা অনুরাগী"-র অনুরোধে লিখলাম । এই কবিতার মধ্য দিয়ে আমিই আবইম হয়ে তাঁর জীবনের কষ্টের দিকটি ফুটিয়ে তুলেছি । )**


রচনা : ১৮/০৯/২০১৩