অনেক সময় হেঁটে গেছে
অনিত্য এই জীবনের পরে ।
কিছু চাওয়া, কিছু পাওয়া
আর কিছু হারানোর যন্ত্রণায়
বিশীর্ণমান হৃদয়
সময়ের বুকে মাথা ঠুকে মরে !
সময় নিয়ে গেছে তারে
-সেই মেয়েটারে,
যে হৃদয় খেলাঘরে
প্রেমের বাঁশরী সুরে
শোনাত প্রেমগাথা ।
সময় নিয়ে গেছে তারে
দূরে বহুদূরে ।
সময়ের বুকে হেঁটে যায়
নিত্য-অনিত্যের ছোঁয়া ।
চাঁদের জোছনা বলে -
'আমি সময়ের দাস' ;
দিবারাতও বলে তাই ।
এই সময়ের বুকেই আজও
চোখের জলে খুঁজে ফিরি তারে ।
যেদিন অন্ত পাবে
জীবনের সীমা পরিসীমা
সেদিনও মোর শেষ সময়ের
বুকে চড়ে সময়ের বুকেই খুঁজব
মেয়েটারে - কোথায় ?
কোথায় তুমি আমার প্রিয়তমা ?
তুমি আজ কতদূরে ?
গভীর রাতে দুর আকাশের চাঁদ
হৃদয়ে এসে চুপিচুপি বলে -
'সময় নিয়ে গেছে তারে' ।


রচনা : ১৯/০৯/২০১৩