একফোঁটা শিশিরের বুকে
মুক্তি খুঁজেছিলাম আমি,
যদি পারতাম তার মাঝে
লুকিয়ে যেতে - ওই একবিন্দু জলে !
ইতিকার গোধূলির বুকে
মুক্তি খুঁজেছিলাম আমি,
যদি পারতাম তার মাঝে
লুকিয়ে যেতে - ধূসর মেঘের আড়ালে !
রঞ্জিতা, তাহলে তুমি
খুঁজে পেতে না আমাকে,
ব্যর্থ হতে রঙীন যন্ত্রণাগুলোকে
হৃদয়ে গেঁথে দিতে ।
আজও আমি আছি
তোমার একমুঠো যন্ত্রণার উপহার
রাত্রিদিন হৃদয় ভরে নেব বলে ।
যেদিন সত্যি লুকিয়ে যাব
অনিত্যতার হাত ধরে,
হয়তো সেদিন বুঝবে আমায় !
রঞ্জিতা, জানি তোমার অপাঙ্গে
খেলবে সেদিন দু ফোঁটা জল !
তবে আমি জানি না -
সেটা তোমার যন্ত্রণাগুলো আর
দিতে না পারার যন্ত্রণায়,
না কি কাউকে হারানোর যন্ত্রণায় !


রচনা : ২১/০৯/২০১৩