চাঁদ তুমি জেগে থাক সারারাত,
চেয়ে দেখো আমার_
বিশীর্ণমান হৃদয়ের নিরব কান্না ।
সাক্ষী হয়ে থেকো ।
তারপর কোন এক রাতে
চুপিচুপি গিয়ে বলে দিও তারে -
আমার রঞ্জিতাকে -
তার লাগি আমি
আজও কাঁদি প্রতিরাতে ।
চাঁদ তুমি কথা দাও
থাকবে তার পাশে
যেদিন মরণ আমায়
ডেকে নিয়ে যাবে
অচিন দুরের দেশে ।
গল্প শোনাবে তুমি তারে,
স্বপ্ন দেখাবে রাতভর ।
আর শোনো-রঞ্জিতাকে
কবিতা শুনিও ।
চাঁদ তুমি তারে দুঃখ দিও না ।
সময় পেলেই বলবে সেই গল্পটা -
'এক ছিল পাগল প্রেমিক ।
দিনভর ছুটত মেয়েটার পিছনে !
মেয়েটা জানত না ।
রাতভর স্বপ্নের রঙে হৃদয় রাঙাত মেয়েটারে নিয়ে ।
একদিন সব জানল সে ।
তবুও মেয়েটা ভালোবাসেনি তাকে !
ছেলেটা কবিতা শোনাতে তাকে ।
হাল ছাড়েনি তার অতৃপ্ত হৃদয় !
দিনরাত শুধু ভাবত তাকেই !
তারপর..........'  
তারপর আর গল্পটা
জানা নেই, সব নিয়তি !
চাঁদ তুমি কথা দাও
আজীবন ধরে থাকবে
আমার রঞ্জিতার হাত ।
আমি মেঘের আড়ালে লুকিয়ে দেখব
মেয়েটার একঝলক মিষ্টি হাসি ।
আজ আমার বুকফাটা
নিরব কান্নার সাক্ষী হয়ে
চাঁদ তুমি জেগে থাক সারারাত।  


রচনা : ২২/০৯/২০১৩