সেদিন বিকেলে
শহরের চেনা পথ ধরে
রঞ্জিতা, তুমি হেঁটে গেছ ।
পড়ন্ত বেলার
ঝরন্ত রোদের আলিঙ্গনে
তুমি যেন হয়েছিলে এক
মায়াবী নারী !
তোমার নাম ধরে ডেকেছিল
নীড়ে ফেরা বলাকার সারি ।
বিবর্ণ গোধূলি
বিষণ্ণতা ছড়িয়ে হারিয়েছিল
দিবারাত্রির সন্ধিক্ষণে ।
যখন পুবের আকাশে
জেগেছিল চাঁদ,
গুটিগুটি পায় দিচ্ছিল পাড়ি
তখন তোমার মায়ার
অদৃশ্য বন্ধনে
আমিও জেগেছিলাম সারারাত্রি !
কিছু অশ্রুর ফোঁটা
জোছনার আলিঙ্গনে
চেয়েছিল তোমায় !
তুমি এসেছিলে
বাস্তবের বুকে পাড়ি দেওয়া
স্বপ্নের হাত ধরে ।
তুমি দূরে, আজ অনেক দূরে !
সেদিন বিকেলে
শহরের চেনা পথ ধরে
রঞ্জিতা, তুমি হেঁটে গেছ,
যেটা শেষ হয়ে গেছে
কোন একখানে ।
তুমি হেঁটে যাও
হৃদয়ের অশেষ অনন্ত
অলিগলি ধরে ।
রঞ্জিতা, তুমি নও তো অবার্চীন !
বিষণ্ণতায় ঢাকে মুখ
আমার হৃদয়,
যেখানে তোমার
অবাধ বিচরণ রাত্রিদিন ।


রচনা : ২৩/০৯/২০১৩