গুটি গুটি পায়
পাড়ি দেবে চাঁদ আকাশের বুকে ।
রঞ্জিতা, তুমি ঘুমিয়ে থাকবে
স্বপ্নীল সুখে
শান্তির ঘুমে রাত্রিভর ।
আমি এক রাতজাগা প্রহরী,
তোমায় পাহারা দেব সারারাত ।
কেউ যদি তোমারে
কেড়ে নিয়ে যায় !
ভীত হয়ে ধরে থাকব তোমার হাত ।
কয়েকটা জোনাকি এনে
উড়িয়ে দেব
চার দেওয়ালের মাঝে,
তোমার রাত্রির পৃথিবীতে ।
তার আলোতে দেখব তোমার
মায়াবী মুখখানি ।
অতৃপ্ত দৃষ্টি তৃপ্তি পেয়ে
হারিয়ে যাবে তোমার
এলোচুলের মাঝে ।
হয়তো তুমি জানবে না
তোমার পৃথিবীতে
জেগে থাকা জীবটিকে !
রঞ্জিতা, তুমি ঘুমিয়ে থাকবে
স্বপ্নীল সুখে,
যখন গুটি গুটি পায়
পাড়ি দেবে চাঁদ আকাশের বুকে ।


রচনা : ২৪/০৯/২০১৩