সূর্যিটা ঢেকে গেছে অনেকক্ষণ
ধূসর মেঘমালার আড়ালে,
রঞ্জিতা, যখন তুমি চলে গেলে
বিশ্বাসের পৃথিবীতে পদাঘাত করে !
বিকেল গড়িয়ে সন্ধ্যা হল,
সব পাখি ফিরে গেল নীড়ে ।
শুধু আলতো আঁধার ঝরে......
সন্ধ্যা বুনল রাত্রির জাল ।
রাত্রির পৃথিবী আজ
বদলে গেছে আমার চোখে -
তোমার সহস্র স্মৃতির নির্মোক
আর কষ্টের কাঁটাতার
জড়িয়েছে তারে,
বদলের নিষ্ঠুর পারাপারে !
ভগ্ন হৃদয় কুরে কুরে খায় সারারাত !


রঞ্জিতা, হাজার অশ্রুর বিন্দু
ফেলে এসেছি গভীর রাত্রে
তোমার আবাসের দরজায় ।
তুমি নিষ্ঠুর অবহেলার প্রসূনে
সাজালে আমার পৃথিবী !
কতটা সুখ জয় করবে তুমি
আমার অশ্রু ঝরিয়ে ?
তুমিও কাঁদবে একদিন
সময়ের হাত ধরে,
সেদিন হয়তো পাবে না আমাকে !
সব মায়া ত্যাগ করে
ডুব দিতে পারি অন্ধকারে !


এখন অনেক রাত্রি ।
বদলে যাওয়া রাত্রির পৃথিবীতে
জীবন্ত এক লাশ !
লাল নীল সব পাখি ঘুমিয়ে গেছে,
পল্লীগ্রাম ডুবেছে নিস্তব্ধতায় ।
শুধু প্রাণ খুঁজে চলেছে
জীবন্ত লাশটা
রঞ্জিতা, তোমার কাছে ।


রচনা : ২৪/০৯/২০১৩