যেন বহুযুগ পর
প্রকৃতিকে বাঁধলাম
অবিচ্ছিন্ন অদৃশ্য এক বন্ধনে,
দুটি আঁখির আলিঙ্গনে ।
চেয়ে দেখি - এ কী !
প্রান্তরে ওড়ে না নীল প্রজাপতি,
খেলে না শিশুর দল রাস্তার ধারে ।
এ যে চরম বদলের পারাপারে
সব ঘুমিয়ে গেছে !
ঘুমিয়ে গেছে সুনীল আকাশ,
অনুভবে নেই দখিনা বাতাস ।
কোথায় গেল চেনা অচেনা সব
নীল হলুদ পাখি !
এ নিঃস্ব প্রকৃতির আলিঙ্গনে
আমার দুটি আঁখি ।
রোদেলা বৃষ্টি ঝরে না আর
ইতিকার বেলা,
নেই আকাশের বুকে শঙ্খচিলের খেলা ।
শুধু খানিকটা বিষন্নতা
জেগে থাকে গোধূলির বুকে !
রাত্রিকে উপহার দিয়ে
সে হারিয়ে যায় ।
বিষন্নতা গভীর হয় আঁধারের বুকে !
যেন কতযুগ পর
আঁখি মেলে দেখি
প্রকৃতির তন্দ্রিত সজীবতা আর
বিনিদ্র ধূসরতা ।
তাদের সন্ধিক্ষণে
আমি নির্বাক এক জীব ।


রচনা : ২৫/০৯/২০১৩