প্রদীপটা জ্বলুক আজ সারারাত ।
বিনিদ্রতার আলিঙ্গনে
বাসর সাজাব
চার দেওয়ালে ঘেরা
পৃথিবীর মাঝে
অনন্ত সীমারেখা টেনে ।
আগামীর ছবি এঁকে নেব
ভাবনার রঙতুলিতে ।
কষ্ট যন্ত্রণাগুলো যখন ভাঙবে
দু চোখের বাঁধ,
প্লাবিত হবে দুই কুল....
সুখের বাঁধে জোয়ার এলে
অনুভবে উঠবে শিহরণ ক্ষণে ক্ষণে ।
পথ খুঁজে নেব আমি
এগিয়ে যাবার ।
বাস্তবে প্রিয়া থাক না দূরে,
স্বপ্নে ধরব তার হাত !
এগিয়ে যাব......
প্রদীপটা জ্বলুক আজ সারারাত ।


রচনা : ২৭/০৯/২০১৩