রাত ঘুমিয়ে যায় উষার আড়ালে,
তারাগুলো ঢেকে দেয় নীল সামিয়ানা
যেমন করে রাতের স্বপনে
তুমি ঢাক আমাকে তোমার
নীল পেড়ে শাড়ীর আঁচলে ।
চাঁদ চলে যায় নির্বাসনে বিষণ্ণ বদনে
ব্যর্থ প্রেমিকের মতো !


হাঁটা দিলাম ঠাকুর পুকুড় পাড়ে
ধীর পায়, শান্ত ঘুম জড়ানো চোখে -
শান্ত জল, নীলিমার প্রতিচ্ছবি,
সংকীর্ণ পথে শিশির ভেজা ধূলো ।
আমি হেঁটে চলেছি..............

হয়তো তুমি পবিত্র হয়ে গেছ
এতক্ষণে প্রভাতের স্নানে ।
তুমি চিলেকোঠা ছাদে
সোনালী রৌদ্রের আলিঙ্গনে ।
তোমার এলোচুল থেকে ঝরন্ত জল
যেন কতযুগ জমিয়ে রাখা অশ্রু !
উড়ন্ত মেঘ আমি, তোমায় দেখে
থমকে দাঁড়ালাম তোমার অগোচরে ।
একপলক দেখে ভেসে গেলাম.....


সকাল হাঁটা দেয় সময়ের হাত ধরে,
বেলা বয়ে যায়, ফিরে আসি ।
ভাবনাগুলো শান্ত হয়ে ঘুমিয়ে যায়,
তার সাথে তুমি ।


রচনা : ০১/১০/২০১৩