(১)
আলোর সীমানা ঘেরা
অনিত্য প্রাণ
শেষ ঠিকানাতে গাবে
আঁধারের গান ।


(২)
পথিক ক্লান্ত হবে
বাঁশি থেমে যাবে,
চরম শান্তি ঘেরা
ঠিকানা সে পাবে ।


(৩)
নাওখানি ভেসে যাবে
এই পার ছাড়ি,
ওই পার ছুঁয়ে দেবে
চিরতরে আড়ি ।


(৪)
আলোর পরশ পেয়ে
ফোটে কত ফুল,
আঁধারেতে ঝরে যায়
হতে শাখাকুল ।


রচনা : ০২/১০/২০১৩