উড়ো মেঘ,
যার অনন্তকাল ধরে বিচরন
মুক্ত সরণি বেয়ে ।
উন্মুক্ত উঠোনে এলোচুলে
দাঁড়িয়ে থাকা রাজকন্যে
যেন সহস্র যুগ ধরে.......
উড়ে মেঘ উড়ে যায়
তার সিক্ত কাজল রাঙা
চোখের তারায় প্রতিচ্ছবি হয়ে ।
শুধু একপলক চেয়ে দেখে
রাজকন্যে প্রতিক্রিয়াহীন
দৃষ্টি নিয়ে !
সে আজ বড়ো অচেনা তার !
উড়ো মেঘ অঝোর বৃষ্টি দিয়ে
ধুইয়ে দেয় রাজকন্যের সর্বাঙ্গ ।
উড়ো মেঘ কেঁদে যায়.......
রাত্রি নামলে নেমে আসে
প্রাসাদের উঠোনে,
জানালায় উঁকি দেয়
তার মায়াবী রুপের টানে ।
শেষ প্রহরেতে উড়ে যায় ।
দিন যায়, রাত যায়,
যেন সহস্র যুগ পেরিয়ে যায় !
রাজকন্যের বুকের ভিতর
জমে থাকা বরফ গলে না !
উড়ো মেঘ কেঁদে যায়,
ভালোবেসে যায়
যেন অনন্তকাল ধরে ।


রচনা : ০৩/১০/২০১৩