রাত্রি জেগে চিন্তা এল-
কী বা পেলাম আমি,
মনমাঝে খেলাঘরে
করে তারে দামী !


কষ্ট ছাড়া কী বা দিল !
নাই ভালোবাসা,
নিঠুর হয়ে ভেঙে স্বপন
ছিন্ন করল আশা !


যখন আমি বলেছিলাম-
ভালোবাসি প্রিয়ে,
বলেছিল-আছি পাশে
কাঁদিও না হিয়ে ।


সেই আজ চলে গেল
কথা দিয়ে মোরে ।
অভিনয়ে বাসা বাঁধে
কার খেলাঘরে !


মিষ্টি হাসি মুখে তার
ঝরত প্রতিক্ষণে,
অভিনয়ের দুঃখে হাসি
ঢাকত আবরণে ।


দিনে রাতে কত স্বপ্ন
চিন্তা হল ক্ষয়,
বুঝিতে না পারি আজও
নারীর হৃদয় ।


রচনা : ০৪/১০/২০১৩