আকাশের নীলিমাতে কালো মেঘ ওড়ে,
স্মৃতির আঁচলে ঢেকে মন উড়ে যায়,
সুখের সীমানা ঘেরা খেলাঘর ছেড়ে_
অবশেষে দুই ফোঁটা অশ্রু খুঁজে পায় ।
একাকি জীবন আজ, পথ মরুময় !
স্মৃতিগুলো ফেলে যাই চলার এ পথে,
জীবনের আলোসব ধীরে পায় ক্ষয়,
হেঁটে যাই আঁধারেতে কেউ নেই সাথে ।


হৃদয় যে আনমনে গেয়ে যায় গান,
জোনাকির আলো মেখে কেটে যায় রাত ।
করিস না প্রিয়া তুই এত অভিমান,
আদরে বাড়িয়ে দে না তোর দুটি হাত ।
আজ তোরে এত ডাকি এত ফেলি জল,
হারালে কাঁদিস না রে মুছবে কাজল ।


রচনা : ০৬/১০/২০১৩