ইতিকার সুর ভাসে বয়ে যায় বেলা
হারানো প্রেমের স্মৃতি সাঁজাল স্খলায়,
অবশেষে আঁধারেতে মন ঢেকে যায় !
সাবলীল সুখরাজি করে অবহেলা ।
বেদনার সমাহার, অশ্রুজলে খেলা
ক্রন্দনে অন্তর মোর নিশিথের ছায়
করুণ সুরেতে সেই নিশিগীত গায়,
দুখের জলধি বেয়ে বয়ে যায় ভেলা ।


অশ্রুর সাথেতে ঝরে ব্যথা ভরা গান,
সুখরাজি হারিয়েছে তাদের সম্মান !
ব্যথায় কাতর হয় অতৃপ্ত অন্তর,
ব্যর্থ প্রেম রেখে যায় স্মৃতির সাক্ষর ।
প্রিয়া নেই, প্রেম নেই, কবিতারা আছে,
নিত্য সব বহমান সাহিত্যের কাছে ।


রচনা : ০৭/১০/২০১৩