(১)
ভোর হলে জাগে পাখি
কত ডাকাডাকি,
ইতিকা বেলার শেষে
দিয়ে যায় ফাঁকি ।


(২)
পুবাকাশে উঠে চাঁদ
ধীরে দেয় পাড়ি,
পশ্চিমে গিয়ে সে যে
চুপে দেয় আড়ি ।


রচনা : ১০/১০/২০১৩