মেঘলা দুপুর,
কালো মেঘমালার দল
দাপিয়ে বেড়াচ্ছে
অনন্ত শূন্যের খেলাঘরে ।
রৌদ্রভেলা তন্দ্রা জড়িয়ে নিশ্চুপ !
হঠাৎ ধিতাং ধিতাং বোল.....
প্রাচীন ঐতিহ্যের সরণি বেয়ে
পল্লির কর্দমাক্ত মাটির বুকে
নেমে এসেছে কয়েকটা
অচেনা মানুষ,
অচেনা মুখের সজ্জিত সারি ।
তাঁদের সিক্ত উষ্ণীষের আলিঙ্গনে
ময়ূরের ছিন্ন পেখমগুলো
দুলে উঠছে নৃত্যের তালে ।
ঝিরিঝিরি অসার কণা যেন ব্যস্ত
তাঁদের প্রতিটি হৃদয়ে
আবেগের বিনিদ্রতায় ।
তাঁরা দুলে উঠছে ক্ষণে ক্ষণে ।
সিক্ত করছে
আমার খেলাঘর শিহরণে,
এক অদৃশ্য মায়া
উদাসীনতায় ছুটে যায়
অবিচ্ছিন্ন বন্ধনে !
আমি নির্বাক এক জীব
পল্লির কর্দমাক্ত রাস্তার একপাশে ।
ঢেকে গেছে আমায়
উদারতার ছায়া ।
প্রাচীন ঐতিহ্যের সরণি বেয়ে
তাঁরা নেমে এসেছে
ধিতাং ধিতাং বোলে ।


রচনা : ১৩/১০/২০১৩