ওপাড়ার যুবতী মেয়েটির
নীল পেড়ে শাড়ীর মতো
আকাশটা জেগে আছে,
বাতাসটা মৃদু স্বপনের মতো ।
নির্জন শান্ত ধূলিপথ কারও অপেক্ষায়........
আড়ালে, শাখায় শাখায় বিহগের ডাকে
যেন সাময়িক অহংকার !
অশ্বথ্থ, কৃষ্ণচূড়ার পাতায় ভরছে
খড়ের পালুই ।
ঠাকুর পুকুরের নির্জন ঘাট মৃদু ঢেউ.........


আমি জেগে আছি তাদের মাঝখানে
অবিচ্ছিন্ন অদৃশ্য বন্ধনে,
এক তীক্ষ্ন সরণি বেয়ে
আমি মিশে একাকার ।
হেঁটে যাই বহুপথ........
আমি সমুদ্র খুঁজে নিই তাদের মাঝে,
কুড়োই স্মৃতির ঝিনুক ।
সাদা কালো মুহূর্তগুলো মুড়ে নিই
বুকের চাদরে ।
হেঁটে যাই বহুপথ
প্রকৃতির তীক্ষ্নতা বেয়ে ।
লাল নীল সবুজের মাঝে মিশে যাই -
আমি সাদা কালো এক জীব ।


রচনা : ১৪/১০/২০১৩