রাত্রি বিছিয়েছে জাল ;
ধূ ধূ তেপান্তর, রজময় মরু ।
অবলীলার আলিঙ্গনে উঠে এল চাঁদ,
উষর ভূমিকে চুম্বিল
উদগির্ণ দুর্মর জোছনা ;
যেন কোন এলোকেশী নারী এসে
ঢেকে দিয়ে গেল রুপোলি আঁচল ।
চতুর্দিক আশ্লিষ্ট নিরবতায় ।
হেঁটে যায় সারি সারি করভের দল,
তারা হাঁটে, খেলা করে,
কখনো উচ্চ নিনাদে নিরবতা ভাঙে ।
আধূত বিত্রস্ত আমি যেন যুগান্তরে !


কারও হাত ধরে মুক্তির আকাঙ্খায়
আমি অগ্রসরমান বন্ধুর সরণি বেয়ে.....
হয়তো একদিন শুনব
নিক্কনের মৃদু ধ্বনি !
করভের পিঠে চড়ে এসে
দেবে সে মুক্তির আস্বাদ :
ছায়া সুনিবিড় শান্তির আলিঙ্গনে
তার সাথে আমি অনন্ত মরুদ্যানে........
যেন এক যুগান্তরে !


রচনা : ১৫/১০/২০১৩