আত্মচেষ্টা ব্যর্থ হলে
অন্যের প্রয়াসকে
তুলে ধরে কেউ কেউ,
বিজয়ের হুংকার ছাড়ে বার বার !
তার মহিমা অপার !
কিছু দিয়ে কিছু নাও-বলব না কিছু ।
হাজার বনলতা ফিরে আসে
তার অপ্রয়াসের পান্ডুলিপির ভিড়ে ।
তবু তুমি সুন্দর, চির সুন্দর !
অতীতে হয়তো ছিলে মূল্যহীন,
বর্তমানে অমূল্য,
হয়তো ভবিষ্যতে তুমি
আরও রঙীন, বর্ণচোরা এক বিজয়ী ।


রচনা : ১৮/১০/২০১৩