কাল সারারাত্রি নির্ঘুমতার আলিঙ্গনে
কোজাগরীর উদার জোছনার সমুদ্রে
শুধু উর্ধ্বমুখে সাঁতার দিয়েছি,
কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছি,
অজানা শিহরণে কম্পিত হয়েছি বারবার ।
হৃদয়ের জমিনে অনেক মৃত স্বপনের সমাধি খুঁড়েছি,
তাদের ভিড়ে খুঁজে বেড়িয়েছি দামী কঙ্কালটাকে ।


রাত্রির শেষ প্রহরে ডেকে গেল রাত জাগা পাখি ;
পশ্চিম আকাশে কোজাগরী চাঁদের
শেষ স্নিগ্ধতা নশ্বর অবয়বে জড়িয়ে
লেখনীর আঁচড় দিলাম খাতার পাতায় ।


পুব আকাশে উষার ঝিলিক,
কিছু নিথর প্রাণবন্ত লাশ........
এ কী হল ! দু চোখের জলে কোজাগরীর_
শেষ রাত্রির কবিতা ভিজে একাকার !
সিক্ততার আলিঙ্গনে তারা যেন বলতে চায় -
'আমারা বেঁচে আছি, বেঁচে থাকব সার্থক রুপে
সার্থক প্রয়াসের পান্ডুলিপির ভিড়ে
যুগ যুগ ধরে এই পৃথিবীর বুকে
কারও চোখের জলে, হৃদয়ের কোলে
নিথর প্রাণময় হয়ে,
আমারা নিত্য আমরা তোমাদের স্বপনের অন্তিম পরিণতি ।'


রচনা : ১৯/১০/২০১৩